North Bengal Corridor । ১ বছরের মাথায় বরাদ্দ ১,৪০০ কোটি টাকা, উত্তরবঙ্গ করিডোর নির্মাণে ঢালাও খরচ কেন্দ্রীয় সরকারের

Wednesday, January 8 2025, 4:11 pm
highlightKey Highlights

উত্তরবঙ্গের সেবকে ১৪ কিলোমিটারের এলিভেটেড করিডর তৈরির জন্য ১,৪০০ কোটি টাকা মঞ্জুর করল কেন্দ্রীয় সরকার।


গত কয়েক বছরে একের পর এক ধসের জেরে বিপর্যস্ত হয়ে পড়ছে ১০ নম্বর জাতীয় সড়ক। ফলে বারবার থমকে যাচ্ছিলো জনজীবন। উত্তরবঙ্গের সেবক সেনাছাউনি থেকে সেবক বাজার পর্যন্ত ১৪ কিলোমিটার রাস্তার দাবিতে ২০২৩র মে মাসে কেন্দ্রীয় সড়কমন্ত্রী নীতীন গডকড়ির সঙ্গে দেখা করেছিলেন দার্জিলিঙের বিজেপি সাংসদ। একবছরের মাথায়ই ১৪ কিলোমিটারের এলিভেটেড করিডর তৈরির জন্য ১,৪০০ কোটি টাকা মঞ্জুর করল কেন্দ্রীয় সরকার। তিন বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে বলে খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File