ISRO Third Launch Pad | ইসরোয় বরাদ্দ ৪ হাজার কোটি টাকা! নতুন লঞ্চপ্যাডে অর্থ বিনিয়োগ কেন্দ্রীয় সরকারের
Friday, January 17 2025, 9:43 am

অন্ধ্রপ্রদেশে ইসরোর সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে তৃতীয় লঞ্চপ্যাড তৈরির জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার।
সামনের বছর একগুচ্ছ অভিযানে যেতে চলেছে ইসরো। অভিযানগুলোর বেশিরভাগটাই করা হবে লঞ্চপ্যাড থেকে। ইসরোর ঝুলিতে ২টি লঞ্চপ্যাড ইতিমধ্যেই মজুত আছে। তবে নতুন অভিযানে লাগবে আরও উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি। বৃহস্পতিবার, কেন্দ্র্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, তৃতীয় লঞ্চপ্যাড তৈরির জন্য মোট ৩ হাজার ৯৮৫ কোটি টাকা বরাদ্দ করেছে মন্ত্রিসভা। গগনযান অভিযানের আগেই অন্ধ্রপ্রদেশে ইসরোর সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে তৈরী হবে এই লঞ্চপ্যাডটি। আগের দুই লঞ্চপ্যাডের তুলনায় আকারে বড়ো এবং উন্নত প্রযুক্তির হবে সেটি।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইসরো
- দেশ
- মহাকাশযান
- মহাকাশচারী
- মহাকাশ
- রকেট
- ভারত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- অশ্বিনী বৈষ্ণব
- অর্থ বরাদ্দ