WB Govt | পশ্চিমবঙ্গের সরকারির কর্মীদের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত খরচও এবার দেবে কেন্দ্র
সরকারি কর্মচারীরা নিউরোসাইকিয়াট্রিক চিকিৎসার খরচ সরকারি হেলথ স্কিমে পাবেন।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারির কর্মীদের মানসিক স্বাস্থ্যের দিকেও এবার নজর দেবে কেন্দ্র। এবার থেকে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত খরচও পাবেন সরকারি কর্মীরা। রাজ্যের অর্থ দফতর থেকে সোমবার এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মীরা এবার থেকে নিউরোসাইকিয়াট্রিক বা স্নায়ুকোষজনিত মানসিক রোগের চিকিৎসার খরচ সরকারি হেল্থ স্কিমে পাবেন। কর্মীদের সিজোপ্রেনিয়া বা হ্যালুসিনেশনের মতো ৬ ধরনের নিউরোসাইকিয়াট্রিক বা স্নায়ুকোষজনিত মানসিক রোগের চিকিৎসা আউটডোরে বা বাড়িতে থেকে বা ডাক্তারের চেম্বারে গিয়ে করালেও খরচ পাওয়া যাবে সরকারের হেল্থ স্কিম থেকে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- স্বাস্থ্য
- মানসিক স্বাস্থ্য