Earth Core । পৃথিবীর কেন্দ্রস্থল বর্তমানে ঘুরতে শুরু করেছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে! চিন্তায় গবেষকরা!
Monday, July 8 2024, 1:20 pm
Key Highlights
পৃথিবীর অভ্যন্তরীণ কোরটির ঘূর্ণন আস্তে আস্তে কমে যাচ্ছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এর ফলে পৃথিবীর উপরিভাগ যে অভিমুখে ঘুরছে, পৃথিবীর কেন্দ্র ঘুরছে তার বিপরীত অভিমুখে।
পৃথিবীর আভ্যন্তরীণ কোর নিয়ে সামনে এসেছে এক নয়া তথ্য, যা নাড়িয়ে দিয়েছে গোটা বিজ্ঞান মহলকে। গবেষণায় দেখা গিয়েছে পৃথিবীর অভ্যন্তরীণ কোরটির ঘূর্ণন আস্তে আস্তে কমে যাচ্ছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এর ফলে পৃথিবীর উপরিভাগ যে অভিমুখে ঘুরছে, পৃথিবীর কেন্দ্র ঘুরছে তার বিপরীত অভিমুখে। এর আগেও একবার পৃথিবীর কেন্দ্রটি হঠাৎ করেই ঘোরা থামিয়ে দিয়েছিল। তারপর থেকেই নাকি এটি উল্টোদিকে ঘোরা শুরু করছে। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রস্থল বর্তমানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে শুরু করেছে। এর ফলে চিন্তায় পড়েছেন গবেষকরাও।
- Related topics -
- বিজ্ঞান ও প্রযুক্তি
- বিজ্ঞান
- মহাকাশ
- পৃথিবী