Caste census | জাতিভিত্তিক জনগণনা শুরু করতে চলেছে কেন্দ্র! ঘোষণা মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের
Thursday, May 1 2025, 5:35 am
Key Highlightsকেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “মন্ত্রিসভার রাজনীতি বিষয়ক কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, আগামী জনগণনার অংশ হবে জাতি গণনা।”
দেশে শেষ জনগণনা হয়েছিল ২০১১ সালে। কোভিডকাল পেরিয়ে ফের রাজ্যে জনগণনা শুরু হতে পারে। এই জনগণনা ডিজিটালি হবে বলে আশা করা হচ্ছে। পহেলগাঁও হামলার আবহে বুধবার মন্ত্রিসভা বৈঠক ছিল। বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের জানিয়েছেন, মন্ত্রিসভার রাজনীতি বিষয়ক কমিটি সিদ্ধান্ত নিয়েছে আগামী জনগণনায় জাতিভিত্তিক গণনাও হবে। আদমশুমারিতে ভারতের জনসংখ্যার মধ্যে কোন জাতির, কোন সম্প্রদায়ের মধ্যে কতগুলো উপজাতি রয়েছে তার উল্লেখও থাকবে। জাতিভিত্তিক জনগণনার দাবিতে বহুবার সুর ছড়িয়েছে বিরোধীরা।
- Related topics -
- দেশ
- আদমশুমারি
- ভারত
- জনগণনা
- অশ্বিনী বৈষ্ণব

