আন্তর্জাতিক

Indian Army | জম্মুতে ঘন ঘন ড্রোন আক্রমণ, পাক সেনার লঞ্চপ্যাড ধ্বংস করলো ভারতীয় সেনা

Indian Army | জম্মুতে ঘন ঘন ড্রোন আক্রমণ, পাক সেনার লঞ্চপ্যাড ধ্বংস করলো ভারতীয় সেনা
Key Highlights

পাক অধিৃকৃত জম্মু কাশ্মীরের সিয়ালকোটের লুনি এলাকায় থাকা জঙ্গিদের লঞ্চ প্যাডও গুঁড়িয়ে দিয়েছে বিএসএফ।

অপারেশন সিঁদুর লঞ্চের পর থেকেই জম্মু কাশ্মীর সীমান্তবর্তী এলাকায় ঘনঘন ড্রোন এবং মিসাইল হামলা চালাচ্ছে পাকিস্তান। প্রতিরক্ষা দপ্তরের সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, জম্মু কাশ্মীরের সিয়ালকোটের লুনি এলাকায় পাক জঙ্গিদের লঞ্চ প্যাড ধ্বংস করেছে বিএসএফ। জম্মুর কাছে সেনা ছাউনি তৈরী করেছিল পাকিস্তান। সেখান থেকে টিউব ড্রোন লঞ্চ করা হয়েছিল বলে অভিযোগ। শুক্রবার রাতে পাক সেনার অন্তত ৪ টি এয়ারবেসে হামলা চালিয়েছে ভারতীয় সেনা।