Britain | আমেরিকার ছায়া এবার ব্রিটেনে, তৃতীয় লিঙ্গের অস্তিত্ব নস্যাৎ ব্রিটেনের সুপ্রিম কোর্টের!
Wednesday, April 16 2025, 3:47 pm

বুধবার (১৬ এপ্রিল) ব্রিটেনের সুপ্রিম কোর্ট এক যুগান্তকারী রায়ে জানিয়েছে, ট্রান্স বা রূপান্তরিত মহিলারা আইনত মহিলা নন।
ক্ষমতার শীর্ষে বসেই ট্রাম্প ঘোষণা করেছিলেন, লিঙ্গ দুটিই, নারী আর পুরুষ। তৃতীয় লিঙ্গের কোনও স্থান নেই। এবার আমেরিকার হাওয়া লাগলো ব্রিটেনেও। বুধবার সমতা আইনের অধীনে রায় দিতে গিয়ে ব্রিটিশ সুপ্রিম কোর্টের ডেপুটি প্রেসিডেন্ট প্যাট্রিক হজ জানালেন, ২০১০ সালের সমতা আইনে ‘নারী’ এবং ‘লিঙ্গ’ শব্দ দুটি জৈবিক নারী এবং জৈবিক লিঙ্গকে বোঝায়। ফলে ট্রান্স বা রূপান্তরিত মহিলারা আইনত মহিলা নন। তবে এই সিদ্ধান্তের ফলে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা হাসপাতাল, খেলাধুলা বা কর্মস্থান কোনোক্ষেত্রেই বঞ্চিত হবেন না।
- Related topics -
- আন্তর্জাতিক
- donald trump
- ট্রাম্প
- ডোনাল্ড ট্রাম্প
- ব্রিটেন
- সুপ্রিম কোর্ট
- তৃতীয় পুরুষ
- রূপান্তরকামী