Kunal Kamra | স্বস্তি কুনাল কামরার, একনাথ কাণ্ডে গ্রেপ্তারি আটকালো বম্বে হাইকোর্ট!

মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে ‘বিশ্বাসঘাতক’ বলার কারণে স্ট্যান্ড আপ কমেডিয়ানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তারি থেকে অন্তর্বর্তিকালীন সুরক্ষা দিয়েছে বম্বে হাইকোর্ট।
শিবসেনা প্রধান মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে রসিকতা করে একটি প্যারোডি গান গেয়েছিলেন কৌতুক শিল্পী কুণাল কামরা। তারপরই তাঁর বিরুদ্ধে FIR দায়ের করে শিবসেনার সমর্থকেরা। ভাঙচুর চালানো হয় হ্যাবিট্যাট স্টুডিওতেও। FIR বাতিলের আর্জি জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন কমেডিয়ান। সেই আর্জির শুনানিতেই বিচারপতি সারঙ্গ কোতোয়াল এবং বিচারপতি শ্রীরাম মোদকের ডিভিশন বেঞ্চ জানায়, ‘৩৫(৩) ধারায় জারি হওয়া সমনে বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে যে ব্যক্তিকে গ্রেপ্তারের কোনও প্রয়োজন নেই।’