Rapper Abhinav | চূড়ান্ত মানসিক নির্যাতন, অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার অভিনব সিং ওরফে র্যাপার 'জাগারনট' এর দেহ

বেঙ্গালুরুর কাদুবীসানাহাল্লির অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হল ওড়িয়া র্যাপার ও ইঞ্জিনিয়ার অভিনব সিং এর দেহ।
নিজের অ্যাপার্টমেন্ট উদ্ধার হলো বছর ৩২এর তরুণ র্যাপারের দেহ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম অভিনব সিং। ইনি একজন ওড়িয়া র্যাপার যিনি র্যাপ দুনিয়ায় 'জাগারনট' নামে পরিচিত। তিনি তাঁর হিট গান 'কটক অ্যান্থেম' এর জন্যে সুপরিচিত। বেঙ্গালুরুর কাদুবীসানাহাল্লির অ্যাপার্টমেন্ট থেকে এই ইঞ্জিনিয়ার কাম র্যাপারের মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে এই মৃত্যুকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। গায়কের পরিবার তাঁর মৃত্যুর জন্যে অভিনবের স্ত্রীকে দায়ী করেছেন। তাদের অভিযোগ মানসিক নির্যাতন করা হতো অভিনবকে।