Indian Army | সীমান্তে গুলির লড়াইয়ে শহীদ তেহট্টের ভূমিপুত্র, ঝন্টু আলি শেখের মরদেহ পৌঁছলো রাজ্যে

Saturday, April 26 2025, 3:30 am
highlightKey Highlights

বৃহস্পতিবার জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হয়েছিলেন বাংলার জওয়ান ঝন্টু আলি শেখ। তেহট্টের ভূমিপুত্র সেই শহিদের দেহ শুক্রবার রাতে এল রাজ্যে।


পহেলগাঁও হামলার পরপরই কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হন বাংলার জওয়ান ঝন্টু আলি শেখ। তিনি‌ ৬ প্যারাশুট রেজিমেন্ট স্পেশাল ফোর্সে কর্মরত ছিলেন। পহেলগাঁও হামলার প্রেক্ষিতে গোটা কাশ্মীর জুড়ে যে তল্লাশি অভিযান চালানো হয় তাঁর অংশ ছিলেন ঝন্টু। বৃহস্পতিবার উধমপুরের সুরনকোট এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে আহত হন তিনি। চিকিৎসা সত্ত্বেও বাঁচানো যায়নি তাঁকে। শুক্রবার রাতে দমদম বিমানবন্দরে তাঁর কফিনবন্দি দেহ পৌঁছয়। সেখানেই তাঁকে গানস্যালুট দেওয়া হয়। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File