সবচেয়ে বড় সাইবার অ্যাটাক- লিক হল ৩০০ কোটি Gmail-Hotmail পাসওয়ার্ড

Thursday, February 11 2021, 6:02 am
সবচেয়ে বড় সাইবার অ্যাটাক- লিক হল ৩০০ কোটি Gmail-Hotmail পাসওয়ার্ড
highlightKey Highlights

Gmail ও Hot Mail-য়ের ৩০০ কোটি পাসওয়ার্ড চুরি করা হয়েছে। চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিশ্ব জুড়ে। মনে করা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় সাইবার অ্যাটাক হল এটি। চিন্তার বিষয় হল, প্রায় বহু ইউজারের জিমেইল মারফত বিভিন্ন ডিজিটাল মাধ্যমের সঙ্গে লিঙ্ক করা থাকে। তা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে যাবতীয় কাজে জি-মেইল আইডির সঙ্গে সিঙ্ক্রোনাইজ করা হয়। সেইসব তথ্য চুরি করে নিতে পারে জালিয়াতরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File