Mahakumbh | মহাকুম্ভ মেলায় বড় আকর্ষণ কপ্টারে জয়রাইড! পুণ্যার্থীদের জন্য থাকবে ৫২৫০ শিল্পীর পারফরম্যান্সও

Monday, January 13 2025, 7:24 am
highlightKey Highlights

এই মেলার মাহাত্ম্যকে আরও বাড়িয়ে তুলতে এবং আকর্ষণীয় করে তুলতে একাধিক ব্যবস্থা করেছে যোগী সরকার।


এবার ১২ বছর পর মহাকুম্ভ মেলা বসেছে প্রয়াগরাজে। আর এই মেলার মাহাত্ম্যকে আরও বাড়িয়ে তুলতে এবং আকর্ষণীয় করে তুলতে একাধিক ব্যবস্থা করেছে যোগী সরকার। যার মধ্যে অন্যতম কপ্টারে জয়রাইড। যোগী প্রশাসন পুণ্যার্থীদের জন্য এই জয়রাইডের খরচ ৩ হাজার টাকা থেকে কমিয়ে ১২৯৬ করেছে। এছাড়াও দর্শকদের মন্ত্রমুগ্ধ করে দিতে থাকছে ৫২৫০ শিল্পীর পারফরম্যান্সও। পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জয়বীর সিং জানিয়েছেন, জয়রাইড শুরু হচ্ছে ১৩ জানুয়ারি থেকে। এর জন্য আগাম অনলাইন বুকিং করা যাবে www.upstdc.co.in সাইটে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File