Banff International Film Festival | মহানগরীতে বসবে বাঁফ আন্তর্জাতিক মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল, দেখানো হবে দুঃসাহসিক শর্ট ফিল্ম
Wednesday, February 5 2025, 6:09 pm

কলকাতা শহরের বুকে এবার অনুষ্ঠিত হতে চলেছে বাঁফ আন্তর্জাতিক মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল।
কলকাতার বুকে প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে বাঁফ আন্তর্জাতিক মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যাল। প্রতি বছর কানাডার বাঁফ শহরে এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। সেখানে 'রক ক্লাম্বিং', 'কাইট ফ্লাইং', 'বেস জাম্পিং', 'প্যারা গ্লাইডিং', 'স্কিইং', 'মাউন্টেন বাইকিং' ইত্যাদি নিয়ে অ্যাডভেঞ্চার ডকুমেন্টরি দেখানো হয়। এ বছর মহানগরীর বুকে বিশেষ কিছু শর্ট ফিল্ম দেখানো হবে। আগামী ১৫ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় মহাজাতি সদনে দি হিমালয়ান ক্লাব, মুম্বাই এবং ড্রিম ওয়ান্ডারলাস্ট এর উদ্যোগে দশটি বাছাই ছবি দেখানো হবে।
- Related topics -
- বিনোদন
- সিনেমাা
- শহর কলকাতা
- বাফ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল