RBI | ভারতে তথ্য চুরির কারণে ৩ বছরে গড় খরচ বেড়েছে ২৮ শতাংশ! গত বছরে খরচ হয় ২.১৮মিলিয়ন ইউএস ডলার

Wednesday, July 31 2024, 8:25 am
highlightKey Highlights

৩ বছরে ভারতে তথ্য চুরির কারণে গড় খরচ বেড়েছে ২৮ শতাংশ। গত বছর এই খরচ ছিল ২.১৮মিলিয়ন ইউএস ডলার।


৩ বছরে ভারতে তথ্য চুরির কারণে গড় খরচ বেড়েছে ২৮ শতাংশ। গত বছর এই খরচ ছিল ২.১৮মিলিয়ন ইউএস ডলার। যদিও তথ্য চুরির কারণে ভারতে গড় খরচের পরিমাণ বিশ্বের গড় খরচের তুলনায় এখনও কম। আরবিআই ২০২৩-২৪ অর্থবর্ষের কারেন্সি অ্যান্ড ফিনান্স রিপোর্টে জানিয়েছে, সাইবার হানার মুখে পড়ার এবং তার ফলে তথ্য হারানোর সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে ভারতের গাড়ি শিল্পক্ষেত্রে। পাসওয়ার্ড, ওটিপি শেয়ার বা লিঙ্কে ক্লিক করে কোনও ব্যক্তির তথ্য হাতিয়ে নেওয়ার ঘটনা ১৬ শতাংশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File