Aparajita Bill | ধর্ষণ বিরোধী 'অপরাজিতা বিলে' সম্পূর্ণ সমর্থন বিজেপির, ‘ঐতিহাসিক দিন' বললেন মুখ্যমন্ত্রী
Tuesday, September 3 2024, 8:34 am
Key Highlightsবিধানসভায় পেশ হল ধর্ষণ বিরোধী বিল। এই বিলে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে তাতে সমর্থন জানিয়েছে বিজেপি।
বিধানসভায় পেশ হল ধর্ষণ বিরোধী বিল। এই বিলে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে তাতে সমর্থন জানিয়েছে বিজেপি। মঙ্গলবার সকালে বিল পেশ হওয়ার পর শুরু হয় আলোচনা। ধর্ষণের মামলায় আরও কঠোর শাস্তির উল্লেখ করে বিল পেশ করেছে রাজ্য। শুভেন্দু অধিকারী বলেন, “আমরা চাই এই বিল দ্রুত আইন হিসেবে কার্যকর করা হোক”। এদিকে বিরোধী বিধায়করা সংশোধনী প্রস্তাব আলোচনার পর মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে ওঠেন। ৩ সেপ্টেম্বর দিনটি রাজ্যের মহিলা বাহিনীর জন্য ‘ঐতিহাসিক দিন’ বলে উল্লেখ করেন তিনি।

