খেলাধুলা

Mohun Bagan Club | চলছিল বার্ষিক সভা, কথা কাটাকাটি থেকে হঠাৎ চেয়ার ছোঁড়াছুড়ি মোহনবাগান ক্লাবে

Mohun Bagan Club | চলছিল বার্ষিক সভা, কথা কাটাকাটি থেকে হঠাৎ চেয়ার ছোঁড়াছুড়ি মোহনবাগান ক্লাবে
Key Highlights

মোহনবাগান ক্লাবের বার্ষিক সাধারণ সভা চলছিল। জানা গিয়েছে নির্বাচন সংক্রান্ত প্রশ্ন ওঠার সঙ্গে সঙ্গেই দু পক্ষের লোকজন নিজেদের মধ্যে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। চেয়ার নিয়ে মারপিট শুরু হয়।

মোহনবাগান ক্লাব তাঁবুতে চলছিল মোহনবাগান ক্লাবের বার্ষিক সাধারণ সভা। সৃঞ্জয় বোস এবং বর্তমান সচিব দেবাশিস দত্তের মধ্যে 'ক্লাব নির্বাচনের দিন' নিয়ে কথা চালাচালি হচ্ছিল। মতের অমিলের কারণে আচমকা দুই গোষ্ঠীর মেম্বারদের মধ‍্যে বাগবিতন্ডা বচসার পর্যায়ে পৌঁছয়। তখনই ধাক্কাধাক্কি এবং চেয়ার নিয়ে মারামারি শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। অনেকক্ষণ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে পরে এ নিয়ে মুখ খোলেননি ক্লাবের দুই কর্তা দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বসু।