Super Cup 2025 | সুপার কাপের দিনক্ষণ ঘোষণা করলো সর্বভারতীয় ফুটবল ফেডারেশন

সুপার কাপের পঞ্চম সংস্করণ শুরু হবে ২১ এপ্রিল। ভুবনেশ্বরে হবে টুর্নামেন্ট।
চলছে ইন্ডিয়ান সুপার লিগ। ইতিমধ্যেই আইএসএলের লিগ শিল্ড জিতে নিয়েছে মোহনবাগান। এবার সুপার কাপের পঞ্চম সংস্করণের দিনক্ষণ ঘোষণা করলো সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। বৃহস্পতিবার ফেডারেশন ঘোষণা করলো, এবারের সুপার কাপ টুর্নামেন্ট শুরু হবে ২১ এপ্রিল। গতবারের মতো এবারেও ভুবনেশ্বরে হবে খেলা। ইন্ডিয়ান সুপার লিগের ১৩টি এবং আই লিগের ৩টি, মোট ১৬টি দলকে নিয়ে শুরু থেকে নকআউট খেলা হবে। প্রসঙ্গত, দীর্ঘ ১২ বছর পর গতবছর কোনও সর্বভারতীয় ট্রফি 'সুপার কাপ' জিতেছিল ইস্টবেঙ্গল।