Kolkata Metro | থাকবে ৫টি গেট, ৮টি কাউন্টার! জুন-জুলাই থেকেই চালু হতে পারে এয়ারপোর্ট মেট্রোর পরিষেবা!

আগামী জুন অথবা জুলাই মাসেই বাণিজ্যিকভাবে চালু হতে পারে এয়ারপোর্ট মেট্রোর পরিষেবা।
আগামী জুন অথবা জুলাই মাসেই বাণিজ্যিকভাবে চালু হতে পারে এয়ারপোর্ট মেট্রোর পরিষেবা। কলকাতা বিমানবন্দর অথবা জয়হিন্দ মেট্রো স্টেশনে সব মিলিয়ে ৫টি গেট থাকবে। তার মধ্যে ১ নম্বর গেটটি একেবারে বিমানবন্দরের গেটের কাছে থাকছে। একেবারে অত্যাধুনিক হচ্ছে এই এয়ারপোর্ট মেট্রো স্টেশন। বিমানযাত্রীদের লাগেজ বহনের জন্য থাকছে ট্রাভেলেটর। সব মিলিয়ে ৮টি কাউন্টার থাকবে বলে খবর। সূত্রের খবর এয়ারপোর্ট মেট্রো স্টেশন চালু হওয়ার পরে ধাপে ধাপে যশোর রোড মেট্রো স্টেশনও চালু হবে। সেই স্টেশনের কাজও পুরোদমে চলছে।