দেশ

Tobacco Ban | ২১ বছরের কমবয়সীদের সিগারেট বেচলেই টানতে হবে জেলের ঘানি! নির্দেশিকা জারি কর্ণাটক সরকারের

Tobacco Ban | ২১ বছরের কমবয়সীদের সিগারেট বেচলেই টানতে হবে জেলের ঘানি! নির্দেশিকা জারি কর্ণাটক সরকারের
Key Highlights

তামাকজাত পণ্য কেনার বয়সও ১৮ বছর থেকে বাড়িয়ে ২১ বছর করা হল। নিয়ম ভাঙলেই কড়া শাস্তি ও মোটা অঙ্কের জরিমানা দিতে হবে।

তামাকজাত পণ্য নিয়ে কড়া কর্ণাটক। সেরাজ্যে পাশ হয়েছে সিগারেট অ্যান্ড আদার টোবাকো প্রোডাক্টস (কর্নাটক অ্যামেন্ডমেন্ট) বিল। ৩০ মে নয়া নির্দেশিকা জারি করে কর্ণাটক সরকার জানিয়েছে, ২১ বছরের কম বয়সীদের সিগারেট বা অন্য কোনও তামাকজাত পণ্য বিক্রি করা যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে কোনও তামাকজাত পণ্য বিক্রি করা যাবে না। আইন অমান্য করলে ১ থেকে ৩ বছরের জেল এবং ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। প্রকাশ্যে কোনো তামাকজাত দ্রব্য (ধূমপান ও গুটকা) সেবন নিষিদ্ধ করা হয়েছে।