Bangladesh Durga Puja | বাংলাদেশ দুর্গাপুজো নিয়ে কড়াকড়ি! মণ্ডপে সিসি ক্যামেরা, নিয়ে যাওয়া যাবে না ব্যাগও
Tuesday, October 8 2024, 6:31 am
Key Highlightsবাংলাদেশে যাতে সুষ্ঠভাবে দুর্গাপূজা পালিত হয় তার জন্য নানান পদক্ষেপ নিচ্ছে প্রশাসন, বাংলাদেশ পুলিশ।
বাংলাদেশে যাতে সুষ্ঠভাবে দুর্গাপূজা পালিত হয় তার জন্য নানান পদক্ষেপ নিচ্ছে প্রশাসন, বাংলাদেশ পুলিশ। এবারের শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় কোনও ঝুঁকি নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ৮ দফা নির্দেশনা প্রতিটি পুজোমণ্ডপে পাঠানো হয়েছে বলেও খবর। এছাড়া পুজোমণ্ডপে যাওয়া নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান পথের তৈরি করা হয়েছে। পুজোমণ্ডপে কোনও ব্যাগ, থলে নিয়ে প্রবেশ করা যাবে না। মণ্ডপে সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপণ যন্ত্রের ব্যবস্থা করা হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- উৎসব ২০২৪
- পুজো ও উৎসব
- দুর্গাপুজো

