Sikkim Nathula Pass | বন্ধ নাথুলা পাসের দরজা! সিকিম প্রশাসনের এহেন সিদ্ধান্তে মনখারাপ পর্যটকদের
Tuesday, December 31 2024, 2:44 am
Key Highlightsআর নাথুলা যেতে পারবেন না পর্যটকেরা। কারণ হিসেবে জানানো হয়েছে অত্যধিক তুষারপাতকে। নতুন বছরের শুরু থেকেই চালু হচ্ছে এই নিয়ম।
প্রবল তুষারপাতের জেরে পর্যটকদের নাথুলা যাওয়া নিষিদ্ধ করলো সিকিম প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, উত্তর সিকিমের মনোরম ইয়ুমথাং উপত্যকার নীচে ইয়াক্ষে গতকাল তুষারপাতের কারণে আটকে পড়েছিলেন প্রায় শতাধিক পর্যটক। লাচুং জোমসা হোটেল অ্যাসোসিয়েশন এবং লাচুং পুলিশের যৌথ উদ্যোগে গভীর রাত অবধি উদ্ধারকার্য চলে। পযটকদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। পরিষ্কার করা হয় রাস্তাও। আর এর পরই সিকিম প্রশাসন সিদ্ধান্ত নেন, বছরের শুরুতেই নাথুলা পাসে সাধারণ এবং পর্যটকদের যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
- Related topics -
- দেশ
- সিকিম
- তুষারপাত
- পর্যটক
- পর্যটন কেন্দ্র

