Malda mango | আমগাছে দেওয়া যাবে না কার্বাইড, না মানলে মিলবে শাস্তি, অসাধু ব্যবসায়ীদের সতর্ক করলো জেলা প্রশাসন
Sunday, March 16 2025, 3:56 am

এবার মালদায় আমের মরশুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপের পথে হাঁটছে জেলা প্রশাসন।
মালদায় শুরু হয়েছে আমের মরশুম। প্রশাসনের তরফ থেকে মরশুমের শুরুতেই আমচাষি ও ব্যবসায়ীদের সচেতন করা শুরু হয়েছে। তবু অনেক অসাধু ব্যবসায়ী অপরিপক্ক আম কার্বাইড ব্যবহার করে পাকিয়ে সেগুলি বাজারে বিক্রি করেন। এই আম স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এই রাসায়নিক শরীরের সংস্পর্শে আসলে একাধিক সমস্যা দেখা দিতে পারে। এবার অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে বাজারে নামলো মালদা প্রশাসন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আমে কার্বাইডের উপস্থিতি পাওয়া গেলেই বিক্রেতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
- Related topics -
- রাজ্য
- মালদহ
- জেলা প্রশাসন
- মালদার আম
- রাজ্য সরকার