Ghola Murder Case | “কিছু টাকা দিচ্ছি, আপনি চলে যান”! ট্রলিতে কী আছে প্রশ্ন করতেই ক্যাব চালককে ঘুষ ‘খুনি’ যুবকদের!

Wednesday, March 12 2025, 12:22 pm
Ghola Murder Case | “কিছু টাকা দিচ্ছি, আপনি চলে যান”! ট্রলিতে কী আছে প্রশ্ন করতেই ক্যাব চালককে ঘুষ ‘খুনি’ যুবকদের!
highlightKey Highlights

কল্যাণী এক্সপ্রেসওয়েতে অন্ধকার দেখে গাড়ি দাঁড় করাতে বলে দুই যুবক।


ক্যাব চালকের বুদ্ধির জেরেই প্রকাশ্যে আসে ঘোলা ট্রলি কান্ড! ক্যাব চালক রাহুল জানান, কল্যাণী এক্সপ্রেসওয়েতে অন্ধকার দেখে গাড়ি দাঁড় করাতে বলে দুই যুবক। তাতেই খটকা লাগে তার। ক্যাব চালক যুবকদের কাছে জানতে চান কেন গাড়ি দাঁড় করানো হবে। তাতেই বাঁধে বচসা। গাড়ির ডিকিতে রাখা ট্রলিতে কী রয়েছে সেই প্রশ্ন তুলতে ২ যুবক করণ ও কৃষ্ণপাল বলে, “কিছু টাকা দিচ্ছি, আপনি চলে যান।” এরপরই সঙ্গে সঙ্গে হাত দেখিয়ে রাস্তায় টহলরত পুলিশদের ডাকেন রাহুল। ততক্ষণে পালিয়ে যায় এক যুবক। এরপর ওই ট্রলি খুলতেই মেলে যুবকের দেহ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File