Indian Railways | রেলপথে বন্ধ হবে দুর্ঘটনা, সফলভাবে পরীক্ষা হলো রেলের দুর্ঘটনারোধী ‘কবচ’ ৪.০ এর

Friday, September 27 2024, 4:51 am
highlightKey Highlights

রেলের দুর্ঘটনারোধী ‘কবচ’ অর্থাৎ সেন্সর ভিত্তিক স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবস্থার পরীক্ষা সম্পন্ন হয়েছে।


রেলে যাত্রী সুরক্ষা ও দুর্ঘটনা এড়ানোর জন্য রেল কর্তৃপক্ষ বিশেষ ‘কবচে’র ব্যবস্থা করছে। ইতিমধ্যে রেলের দুর্ঘটনারোধী ‘কবচ’ অর্থাৎ সেন্সর ভিত্তিক স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবস্থার পরীক্ষা সম্পন্ন হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতে সাত দফার অগ্নিপরীক্ষায় পাশ করে গিয়েছে কবচ ৪.০। প্রথম দফায় দেশের ১০ হাজার রেল ইঞ্জিন এবং ৯ হাজার কিলোমিটার রেলপথকে কবচের আওতায় আনা হবে। ২০৩০ সালের মধ্যে গোটা দেশের সব রেলপথকে এর আওতায় আনা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File