Thane | লিভ-ইন পার্টনারকে খুন করে স্যুটকেসে পুরলো যুবক, থানের ঘটনায় চোখ কপালে পুলিশের
Wednesday, November 26 2025, 5:45 pm
Key Highlightsসোমবার, সেখানকার দেসাই গ্রামের কাছে একটি খালের উপরে থাকা ব্রিজের কাছ থেকে দেহ উদ্ধার হয়।
লিভ ইন পার্টনারকে খুন করে দেহ ভরে ফেলা হয়েছিল স্যুটকেসের মধ্যে। তারপর দেহ ফেলে দেওয়া হয়েছিল খালের ধারে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে এলাকায়। মৃতের নাম প্রিয়াঙ্কা বিশ্বকর্মা (২২)। তাঁর কব্জির কাছে ‘'P V S’ লেখা ট্যাটু দেখেই মহিলার দেহ শনাক্ত করা হয়। এই খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মহিলার লিভ ইন পার্টনার বিনোদ শ্রীনিবাস বিশ্বকর্মাকে। পুলিশ সূত্রে খবর, গত পাঁচ বছর ধরে প্রিয়াঙ্কার সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন বিনোদ। গত ২১ তারিখ রাত্রে প্রিয়াঙ্কার সঙ্গে বচসা হয় বিনোদের। এরপরই তাঁকে শ্বাসরোধ করে খুন করেন বিনোদ।
- Related topics -
- দেশ
- মহারাষ্ট্র পুলিশ
- মহারাষ্ট্র
- মহারাষ্ট্র সরকার
- খুন
- গ্রেফতার

