Thakurnagar | মতুয়াগড়ে ধুন্ধুমার! ঠাকুরনগরে মতুয়াভক্তকে মার, অভিযোগের তীর শান্তনু ঠাকুরের দিকে
Wednesday, December 24 2025, 1:23 pm
Key Highlightsমতুয়াদের ঠাকুরবাড়ির কাজিয়া গড়ায় হাতাহাতি, মারামারিতে। অভিযোগ, শান্তনুর লোকজন বিক্ষোভকারী মতুয়াদের গায়ে হাত তোলেন।
SIR তালিকা থেকে মতুয়াদের নাম বাদ নিয়ে শান্তনু ঠাকুর কী ভাবছেন, তা জানতে আজ বুধবার মমতাবালার অনুগামীরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ব্যানার নিয়ে তাঁর বাড়ি ঘেরাও করেন। এর পরেই দুপক্ষের কাজিয়া গড়ায় হাতাহাতি, মারামারিতে। অভিযোগ, শান্তনু ঠাকুরের লোকজন মতুয়াদের গায়ে হাত তোলেন। পাল্টা শান্তনু অনুগামীদের দাবি, মমতাবালার লোকজন এসে মেরেছে তাঁদের। দু’পক্ষের ঝামেলার মাঝে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় ঠাকুরবাড়ির সামনে। এঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রককে জানানোর পাশাপাশি আইনের পথে হাঁটার কথা জানিয়েছেন শান্তনু।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- মতুয়া
- মমতাবালা ঠাকুর

