Same Sex Marriage | দক্ষিণ এশিয়ায় প্রথম! সমলিঙ্গ বিবাহের আইনি স্বীকৃতি দিলো থাইল্যান্ড! বিয়ে করলেন দুশোরও বেশি যুগল
Friday, January 24 2025, 1:00 pm
Key Highlights
দক্ষিণ এশিয়ায় এই প্রথম! সমলিঙ্গ বিবাহের আইনি স্বীকৃতি দিলো থাইল্যান্ড।
দক্ষিণ এশিয়ায় এই প্রথম! সমলিঙ্গ বিবাহের আইনি স্বীকৃতি দিলো থাইল্যান্ড। গত জুনেই থাইল্যান্ডের সেনেট আইনি স্বীকৃতি দিয়েছিল সমলিঙ্গ বিবাহকে। সেনেটের ১৫২ সদস্যের মধ্যে ১৩০ জন ভিন্ন ধারার বিয়ের পক্ষে ভোট দেন। বিরোধিতা করেন ৪ জন। ভোটাভুটিতে অংশ নেননি ১৮ জন সদস্য। এরপর রাজা মহা বাজিরালংকর্ণের স্বাক্ষর। অবশেষে মিলেছে পূর্ণ স্বীকৃতি। এরপরই বৃহস্পতিবার সেদেশে অসংখ্য সমকামী যুগল গাঁটছড়া বেঁধেছেন বলে খবর। সূত্রে খবর, দুশোরও বেশি যুগল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
- Related topics -
- আন্তর্জাতিক
- থাইল্যান্ড
- সমলিঙ্গ বিবাহ
- বিবাহ