Thailand | শত্রু দেশের নেতার সঙ্গে ফোনালাপ! পদচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতার্ন শিনাওয়াত্রা
Friday, August 29 2025, 2:33 pm
Key Highlightsকম্বোডিয়ার প্রাক্তন রাজনৈতিক নেতা হুন সেনের সঙ্গে ফোনালাপের জেরেই এই পদক্ষেপ।
দাংরেক পর্বতের উপরে অবস্থিত প্রিয়াহ ভিহিয়ার বা প্রিয়া বিহার শিবমন্দির নিয়ে কয়েক দশক ধরে থাইল্যান্ড ও কম্বোডিয়া সংঘর্ষে লিপ্ত রয়েছে। গত ফেব্রুয়ারিতে দুই দেশের যুদ্ধে বহু সেনা ও নাগরিকের মৃত্যু হয়। গত জুনে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শিনাওয়াত্রা সঙ্গে কম্বোডিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী হুন সেনের ফোনালাপ প্রকাশ্যে আসে। অভিযোগ ওই অডিওতে হুন সেনকে আঙ্কেল বলে সম্বোধন করেছেন শিনাওয়াত্রা। নিজের দেশের সেনার সমালোচনাও করেছেন তিনি। জুনে তাঁকে সাসপেন্ড করেছিল কোর্ট। এবার শিনাওয়াত্রাকে বরখাস্ত করা হল।
-  Related topics - 
 - আন্তর্জাতিক
 - থাইল্যান্ড
 - থাইল্যান্ড প্রধানমন্ত্রী
 - কম্বোডিয়া
 - বরখাস্ত
 

 