American Tariff | ট্রাম্পের শুল্কবানের জেরে, বড়ো ক্ষতির মুখে টেক্সটাইল শিল্প

Wednesday, August 27 2025, 6:25 am
American Tariff | ট্রাম্পের শুল্কবানের জেরে, বড়ো ক্ষতির মুখে টেক্সটাইল শিল্প
highlightKey Highlights

জানা যাচ্ছে, শুল্ককোপে দেশের একাধিক বড় শহরে বস্ত্র উৎপাদন কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে।


বাড়তি শুল্কের জেরে মার্কিন শুল্কহার পৌঁছেছে ৫০%তে। এর জেরে ৫৯ শতাংশ শুল্ক চেপেছে ভারতের টেক্সটাইল শিল্প খাতে। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের সভাপতি এসসি রালহান বলেন, ”বিপুল পরিমাণ এই শুল্ক চাপানোর জেরে তিরুপুর, নয়ডা, সুরাটের বস্ত্র উৎপাদন সংস্থাগুলি তাদের উৎপাদন বন্ধ করে দিয়েছে। কারণ অধিক শুল্কের জেরে ভিয়েতনাম, বাংলাদেশের মতো প্রতিযোগিদের তুলনায় অনেকখানি পিছিয়ে পড়েছে তারা। বিরাট ক্ষতির আশঙ্কা করছে মূল্যবান পাথর, গয়না, চিংড়ি, কার্পেট ও অন্যান্য আসবাবপত্র প্রস্তুতকারী সংস্থাগুলি।"




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File