TET Exam | প্রাথমিক টেট পরীক্ষার গুরুত্ব বাড়লো, নয়া নির্দেশিকা জারি করলো শিক্ষা দফতর

Thursday, November 6 2025, 5:58 pm
highlightKey Highlights

বৃহস্পতিবার নয়া নিয়মের কথা ঘোষণা করা হল। টেট পরীক্ষার গুরুত্ব বাড়াল শিক্ষা দফতর।


রাজ্যে প্রাথমিক নিয়োগের পরীক্ষায় টেট পরীক্ষার গুরুত্ব বাড়াল শিক্ষা দফতর। বৃহস্পতিবার নয়া নির্দেশিকা জারি করে শিক্ষা দফতর জানিয়েছে, আগে টেট পরীক্ষার জন‍্য বরাদ্দ ৫ নম্বরকে বাড়িয়ে ২৫ করা হল। প্রশিক্ষণের জন‍্য বরাদ্দ ছিল ১৫, সেটা কমে করা হল ৫। শিক্ষাগত যোগ্যতার নিরিখে প্রাথমিকের নিয়োগে উচ্চমাধ্যমিকের জন্য বরাদ্দ ১০ নম্বর, কমিয়ে করা হল ৫। আগে বরাদ্দ ছিল ৫০ নম্বর, এবার সেটা কমিয়ে করা হয়েছে ৪০। ইন্টারভিউয়ের আগে যুক্ত করা হয়েছে আরও ১০ নম্বর। বাদ গিয়েছে এক্সট্রা কারিকুলারের ৫ নম্বর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File