TET Exam | ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল রাখলো হাইকোর্ট, স্বস্তিতে প্রাথমিক শিক্ষকেরা

১২ নভেম্বর হাই কোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি শেষ হয়। আজ রায় দিল ডিভিশন বেঞ্চ।
২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ সালে রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলগুলিতে নিয়োগ হয়েছিল। সেই নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। আজ মামলার শুনানিতে সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে দিল বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। ৩২ হাজার চাকরি বাতিলের বিপক্ষে রায় দিয়েছে হাইকোর্ট। এক্স হ্যান্ডলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লিখলেন, ‘আজকে মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে অভিনন্দন জানাই। ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি সম্পূর্ণ সুরক্ষিত রইল।’
