DRDO | পোখরানে সফল হলো ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের পরীক্ষা

Monday, October 7 2024, 3:44 am
highlightKey Highlights

ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের তিনটি পরীক্ষায় সফল হল ভারত।


ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের তিনটি পরীক্ষায় সফল হল ভারত। এই মিসাইল অন্তত ৬ কিমি পাল্লার মধ্যে থাকা শত্রুদের হেলিকপ্টার ধ্বংস করতে পারে। এটিকে ভেরি সর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম বলে উল্লেখ করা হচ্ছে। রাজস্থানের পোখরানে ফায়ারিং রেঞ্জে এটার পরীক্ষা করা হয়েছে। ডিআরডিও আধিকারিকরা জানিয়েছেন, হাই স্পিড টার্গেটের বিরুদ্ধে এই পরীক্ষা করা হয়েছিল। একেবারে সর্বোচ্চ গতিতে এরা নিখুঁতভাবে নিশানাকে বিদ্ধ করতে পেরেছে। এটি ফোর্স জেনারেশন VSHORADS বলে উল্লেখ করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File