Terrorist-WB | বঙ্গে বসেই চলছিল ‘রিসিন’-বিষ তৈরির কাজ? দেড় মাস কলকাতাতেই ছিলেন দিল্লি বিস্ফোরণের ডান-হাত

Friday, November 14 2025, 3:41 am
Terrorist-WB | বঙ্গে বসেই চলছিল ‘রিসিন’-বিষ তৈরির কাজ? দেড় মাস কলকাতাতেই ছিলেন দিল্লি বিস্ফোরণের ডান-হাত
highlightKey Highlights

প্রাথমিক ভাবে তাঁদের ধারণা, কলকাতাকে ঘাঁটি করে মুর্শিদাবাদ, মালদা এবং বিশেষ করে উত্তরবঙ্গে নেপাল সীমান্ত লাগোয়া এলাকায় তিনি যাতায়াত করেছিলেন।


দিল্লি বিস্ফোরণে গুজরাট এটিএস-এর হাতে ধরা পড়েছে চিকিৎসক সৈয়দ আহমেদ মহিউদ্দিন। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই তদন্তকারীরা গ্রেফতার করেছেন ‘রিসিন’ (রেড়ির দানা বা ‘রিসিনাস কমিউনিস’ থেকে নিষ্কাশিত বিষ) তৈরি করে গোটা দেশে মারণবিষ ছড়ানোর হোতা জঙ্গি আজ়াদ আহমেদ শেখকে। তারপরই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, গত জুন-জুলাই নাগাদ বাংলায় এসেছিল আজাদ। কলকাতাকে ঘাঁটি করে মুর্শিদাবাদ, মালদা এবং বিশেষ করে উত্তরবঙ্গে নেপাল সীমান্ত লাগোয়া এলাকায় যাতায়াতও করেছিল। দিল্লি বিস্ফোরণের সঙ্গে জুড়লো বাংলাও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File