Topsia | তপসিয়ায় ভয়াবহ অগ্নিকান্ড! আগুনের গ্রাসে পড়েছে প্রায় ১০০টির বেশি ঝুপড়ি
তপসিয়ায় বাইপাসের ধারে আচমকাই অগ্নিকান্ড! পুড়ে ছাই হয়ে গিয়েছে বেশ কিছু পাকা বাড়ি, দোকানও।
তপসিয়ায় বাইপাসের ধারে আচমকাই অগ্নিকান্ড! পুড়ে ছাই হয়ে গিয়েছে বেশ কিছু পাকা বাড়ি, দোকানও। শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে আগুনের গ্রাসে পড়েছে প্রায় ১০০টির বেশি ঝুপড়ি। যদিও স্থানীয়দের দাবি, সংখ্যাটা আরও বেশি হতে পারে। আগুন যাতে আর ছড়িয়ে না পড়ে সেদিকে বাড়তি নজর পুলিশের। আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে প্রথমে পৌঁছায় দমকলের ৮টি ইঞ্জিন। পরে পৌঁছায় আরও ৭টি ইঞ্জিন। আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু, এলাকার বিধায়ক।
- Related topics -
- শহর কলকাতা
- তপসিয়া
- অগ্নিকান্ড
- দমকল
- দমকল মন্ত্রী