Delhi Fire | রাজধানীতে ভয়াবহ অগ্নিকান্ড, ‘দিল্লি হাটে’ পুড়ে ছাই ২৫-৩০টি দোকান!
Thursday, May 1 2025, 4:05 am
Key Highlightsভারতের রাজধানী নয়াদিল্লির একটি জনপ্রিয় বাজার ‘দিল্লি হাটে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ থেকে ৩০টি দোকান পুড়ে গেছে।
রাজধানী দিল্লিতে ভয়াবহ অগ্নিকান্ড। দমকল বিভাগ সূত্রে খবর, দক্ষিণ দিল্লির আইএনএ এলাকায় অবস্থিত দিল্লি হাটে বুধবার রাত টা ৫৫ মিনিট নাগাদ আচমকা আগুন লাগে। আগুনে পুড়ে যায় ২৫ থেকে ৩০টি স্টল। কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। কয়েকঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। এখন অবধি এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই। উল্লেখ্য, দিল্লি হাট গ্রামীণ হস্তশিল্প মেলার অনুপ্রেরণায় তৈরি। ওই হাটে কাপড়ের দোকান ছাড়াও জুয়েলারি, অ্যান্টিকের দোকানও রয়েছে।
- Related topics -
- দেশ
- নয়াদিল্লি
- অগ্নিকান্ড
- অগ্নি নির্বাপন ব্যবস্থা
- ভারত
- দমকল

