Telangana | তেলেঙ্গনার রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! মৃত্যু অন্তত ১০ জনের!

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রিঅ্যাকটর থেকেই হয়েছে এই বিস্ফোরণ।
ভয়াবহ বিস্ফোরণ তেলেঙ্গনার সিয়াগাছি রাসায়নিক কারখানায়! মৃত্যু অন্তত ১০ জনের। জানা গিয়েছে,পাশামাইলারাম এলাকায় অবস্থিত ওই কারখানায় আচমকা বিস্ফোরণের ঘটনা ঘটে সোমবার সকালে। খবর পেতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১১টি ইঞ্জিন। অন্তত ২০ জন আহত হয়েছেন বলে খবর এবং মৃত্যু হয়েছে ১০ জনের। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রিঅ্যাকটর থেকেই হয়েছে এই বিস্ফোরণ। সঙ্গে সঙ্গে কারখানা থেকে বাইরে বেরিয়ে যান কর্মীরা, তবে তীব্রতা এত বেশি ছিল যে ততক্ষণেই একাধিক কর্মীর মৃত্যু হয়।
- Related topics -
- দেশ
- ভারত
- তেলেঙ্গানা
- অগ্নিকান্ড