ব্যাঙ্কের লকারে সুরক্ষিত নয় টাকা, উই ধরে যাওয়ার কারণে খোয়াতে হল ২.২০ লক্ষ টাকা

Sunday, January 24 2021, 6:21 am
highlightKey Highlights

টাকা সুরক্ষিত নয় ব্যাঙ্কের লকারেও! গুজরাতের ভডোডরার এক ব্যক্তিকে খোয়াতে হল ২.২০ লক্ষ টাকা। ব্যাঙ্কের লকারে টাকার বান্ডিল রেখে গিয়েছিলেন তিনি। আর সেই টাকার বান্ডিলের একটা অংশে উইপোকা ধরে যাওয়ায় তাঁর এতগুলি টাকা লোকসান হল। শহরে ব্যাঙ্ক অফ বরোদার প্রতাপ নগর শাখার ব্যাঙ্কের লকারে ওই টাকাগুলি রেখেছিলেন ওই ব্যক্তি। ওই ব্যক্তির নাম রেহনা কুতুবুদ্দিন দেসারওয়াল। তিনি টাকার বান্ডিলগুলি ২৫২ নম্বর লকারে রেখেছিলেন। সেই টাকা নিতে এসে তো চক্ষু চড়কগাছ দেসারওয়ালের। দেখেন, লকারেই উইপোকা ধরে গিয়েছে। আর লকারে রেখে যাওয়া নোটের বান্ডিলগুলি খেয়ে নিয়েছে উই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File