Manipur Violence | ফের উত্তপ্ত মণিপুর, মার এবং জ়োমি সম্প্রদায়ের সংঘর্ষে মৃত ১, জারি কারফিউ
Thursday, March 20 2025, 5:30 am
Key Highlightsহিংসা বিধ্বস্ত সেই মণিপুরে আবার নতুন করে উত্তেজনা ও সংঘর্ষ। এ বার হিংসার ঘটনা চুড়াচাঁদপুরে।
ফের উত্তপ্ত মণিপুর। সোমবার কার্ফু জারি হলেও মঙ্গলবার থেকে ফের উত্তপ্ত হতে শুরু করে চুড়াচাঁদপুর। মঙ্গলবার মার এবং জ়োমি সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে মৃত্যু হয়েছে এক জনের। ফলে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ এবং বন্ধের ডাক দিয়েছে জ়োমি স্টুডেন্ট ফেডারেশন। উল্লেখ্য, মণিপুরে এখন রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে। এমাসের শুরুতে মণিপুরে অবাধ গাড়ি চলাচল শুরুর নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ মানতে রাজি নন কুকিরা।
- Related topics -
- দেশ
- মনিপুর জনজাতি সংঘর্ষ
- মনিপুর
- রাষ্ট্রপতি

