Rafael Nadal । বিদায়বেলায় রাফায়েল নাদাল, শেষ ম্যাচে রেকর্ড চান টেনিস তারকা
Wednesday, November 20 2024, 5:09 am

২৩ বছরের দীর্ঘ কেরিয়ারে ইতি টানতে চলেছেন টেনিস তারকা নাদাল। ডেভিস কাপেই শেষবার দেখা যাবে রাফায়েলকে।
২৩ বছরের দীর্ঘ কেরিয়ারে ইতি টানতে চলেছেন রাফায়েল নাদাল। গত কয়েক বছরে একের পর এক চোটের কবলে পরে পেশাদার টেনিসকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিদায়বেলায় সমর্থকদের 'রাফা রাফা' ধ্বনিতে আবেগপ্রবণ হলেন তিনি। এদিন নাদাল জানালেন, মালাগায় শুধুমাত্র কেরিয়ারে ইতি টানার জন্য তিনি আসেননি। ৩০ বারের মধ্যে ২৯ বার ডেভিস কাপ জিতে রেকর্ড গড়েছেন ২২টি গ্র্যান্ডস্লাম জয়ী এই টেনিস তারকা। পাঁচ বছর পর স্পেনকে আবার ডেভিস কাপ জেতাতে চান নাদাল।
- Related topics -
- খেলাধুলা
- রাফায়েল নাদাল
- টেনিস টুর্নামেন্ট
- টেনিস
- স্পেন