Haryana Murder | স্ত্রীর সঙ্গে ভাড়াটের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, সন্দেহে ভাড়াটেকে ৭ ফুট গর্তে জীবন্ত পুঁতল স্বামী
Wednesday, March 26 2025, 5:51 am

স্ত্রীর সঙ্গে ভাড়াটের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এই সন্দেহে ভাড়াটেকে অপহরণ করে ৭ ফুট গভীর গর্তে জীবন্ত পুঁতে দেওয়ার অভিযোগ। ঘটনার তিনমাস পর উদ্ধার হল মৃতের দেহ।
২০২৪এর ডিসেম্বর মাসে নিজের ভাড়াটেকে অপহরণের অভিযোগে বাড়ির মালিককে গ্রেপ্তার করে হরিয়ানার পুলিশ। এবার তিন মাস পর ৭ ফুট গভীর গর্ত থেকে উদ্ধার হলো ভাড়াটের দেহ। ঘটনাটি ঘটেছে হরিয়ানার রোহতকে। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি জগদীপ রোহতকের বাবা মস্তনাথ বিশ্ববিদ্যালয়ের যোগা শিক্ষক ছিলেন। তার ফোনে নিজের স্ত্রীর ছবি দেখতে পান বাড়ির মালিক হরদীপ। স্ত্রীর সঙ্গে ভাড়াটের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে সন্দেহ করে কয়েকজন বন্ধুর সাহায্যে জগদীপকে অপহরণ করে পুঁতে দেয় হরদীপ।
- Related topics -
- দেশ
- হরিয়ানা সরকার
- খুন
- অপহরণ