Tendulkar-Anderson Trophy । পতৌদির নাম সরিয়ে উন্মোচিত হলো তেণ্ডুলকর-অ্যান্ডারসন ট্রফি!
Thursday, June 19 2025, 1:57 pm
Key Highlightsভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরুর একদিন আগেই পতৌদির নাম সরিয়ে তেণ্ডুলকর অ্যান্ডারসনের নামে উন্মোচিত হলো সিরিজ।
ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরুর একদিন আগেই পতৌদির নাম সরিয়ে তেণ্ডুলকর অ্যান্ডারসনের নামে উন্মোচিত হলো সিরিজ। দুই কিংবদন্তি ক্রিকেটারক রুপোলি ট্রফি হাতে নিয়ে এই ট্রফির উন্মোচন করেন। ওই ট্রফিটিতে শচীনের ‘আইকনিক’ কভার ড্রাইভ এবং অ্যান্ডারসনের বোলিং অ্যাকশনের ছবির সঙ্গে রয়েছে দুই কিংবদন্তির সইও। উল্লেখ্য, ইংল্যান্ডে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক টেস্ট সিরিজের ঐতিহ্যের প্রতীক এই MAK পতৌদি ট্রফি। ২০০৭ সালে ভারতের ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজের নামকরণ করা হয় পতৌদি ট্রফি।

