IFA | ইংরেজি এবং কম্পিউটার শিক্ষার জন্যে রামকৃষ্ণ মিশনে পড়ছেন রেফারিরা! শিখবেন মাঠের মারপ্যাঁচও

Wednesday, July 23 2025, 5:01 pm
highlightKey Highlights

আইএফএ-র রেফারিজ এলিট অ্যাকাডেমির দশজন রেফারিকে ইংরেজি এবং কম্পিউটার শিক্ষার জন্য গোলপার্কে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারে ভর্তি করে দেওয়া হয়েছে।


ভারতীয় ফুটবলের নিয়ম অনুযায়ী, রেফারি হতে গেলে কমপক্ষে মাধ্যমিক পাশ আর ১৮ বছর বয়স হতে হবে। IFA অ্যাকাডেমিতে সুযোগ পাওয়ার জন্য যোগ্যতামান হচ্ছে দ্বাদশ শ্রেণি পাস। তবে এই শিক্ষাগত যোগ্যতায় ফিফা এবং এএফসি নির্দেশিত ফুটবলের নিয়ম কানুন জানতে বেশ বেগ পেতে হচ্ছে নব্য রেফারিদের। তাই IFAর রেফারিজ এলিট অ্যাকাডেমির বাছাই করা ১০জন রেফারিকে ইংরেজি এবং কম্পিউটার শিক্ষার জন্য গোলপার্কে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারে ভর্তি করা হয়েছে। প্রাক্টিক্যাল হিসেবে কলকাতা লিগে ম্যাচ পরিচালনা করছেন এই রেফারিরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File