Weather WB | তাপপ্রবাহের সতর্কতার মধ্যেই সুখবর! কমবে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা! সোমবারও ঝড়-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝোড়ো হাওয়া বইবে।
চৈত্র মাস পড়তেই জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এর মধ্যে সুখবরও শোনালো হাওয়া অফিস। সোমবারও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝোড়ো হাওয়া বইবে। হাওড়া, হুগলি সহ বাকি জেলায় হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত। এর ফলে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে অনুমান।