আবহাওয়া

WB Weather | উধাও হবে শীতের আমেজ! তিন দিনে তাপমাত্রা বাড়বে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস

WB Weather | উধাও হবে শীতের আমেজ! তিন দিনে তাপমাত্রা বাড়বে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস
Key Highlights

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিন ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায়।

দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় জাঁকিয়ে পড়েছে ঠান্ডা। তবে এই শীত আর বেশি দিন ভোগ করতে পারবেন না বঙ্গবাসী। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিন ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায়। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমানে কুয়াশার ব্যাপক প্রভাব থাকবে। অন্যদিকে, বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।