WB Weather | বছর শেষে শীতের কামব্যাক! বর্ষবরণের দিন থেকে ফের কমবে তাপমাত্রা! বাড়বে কুয়াশার দাপট
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রার পারদ নামতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রার পারদ নামতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি। বাড়বে জেলায় জেলায় কুয়াশার দাপটও। হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার থেকে তাপমাত্রা কমবে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে ফের একবার তাপমাত্রার পারদ ১০ এর নিচেও নামতে পারে। আগামী কয়েকদিনের মধ্যে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির নিচে নামতে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হবে। দার্জিলিঙে ফের তুষারপাত হতে পারে।