আবহাওয়াআলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামীকাল থেকে বাড়তে পারে তাপমাত্রা
সপ্তাহের শুরুতে ফের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। যদিও রবিবার সকালে লেপ-কম্বলের ভেতর থেকেই ঘুম ভাঙল তিলোত্তমার। কলকাতায় সেই অর্থে হাড় কাঁপানো ঠান্ডা না পড়লেও মাঘের শুরুতে ক্রিজে তুফান তুলছে শীতের ব্যাটিং। উত্তুরে হাওয়ার দাপটে শনিবারের চেয়ে রবিবার শীতের আমেজ আরও প্রকট হল কলকাতায়। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। তবে এই পরিস্থিতি দীর্ঘায়িত হবে না বলেই আবহাওয়া দফতরের পূর্বাভাস।