দেশপুলিশের অনুমান দিল্লি বিস্ফোরণের পিছনে রয়েছেন জইশ উল হিন্দ
দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের কাছে আইই়ডি বিস্ফোরণ ঘটিয়েছে জইশ উল হিন্দ। শনিবার তদন্তকারীরা ‘টেলিগ্রাম’ অ্যাপের মাধ্যমে হওয়া একটি কথোপকথন উদ্ধার করেছেন, যার মাধ্যমে জানা যাচ্ছে শুক্রবার ওই বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গি সংগঠনটি। যদিও টেলিগ্রামে পাঠানো ওই বার্তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তদন্তকারীদের অনুমান, হামলার পিছনে রয়েছে ওই গোষ্ঠীটি। এর আগে ২০১২ সালের ফেব্রুয়ারিতে দিল্লির ইজরায়েলি দূতাবাসের একটি গাড়িতে ‘স্টিকার বোমা’ বিস্ফোরণ ঘটে। তার পিছনে ইরানের মদতপুষ্ট জঙ্গিদের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছিল। ঘটনার তদন্তে নেমে গত এক মাসের মধ্যে ইরানের যে সব নাগরিক দিল্লি সফর করেছিলেন এবং যাঁরা বর্তমানে দেশের রাজধানীতে রয়েছেন তাঁদের তালিকা প্রাদেশিক বিদেশি নথিভুক্তিকরণ অফিস (এফআরআরও)-এর কাছে চেয়েছে দিল্লি পুলিশ।