Telegram CEO Pavel Durov। ১০০ শিশুর 'বায়োলজিক্যাল ফাদার'! তবুও অবিবাহিত! কীভাবে সম্ভব নিজেই জানালেন টেলিগ্রামের সিইও
বিয়ে হয়নি, অথচ বিশ্বজুড়ে প্রায় ১০০ শিশুর বাবা! এমনই দাবি করলেন টেলিগ্রামের সিইও পাভেল দুরভ।
বিয়ে হয়নি, অথচ বিশ্বজুড়ে প্রায় ১০০ শিশুর বাবা! এমনই দাবি করলেন টেলিগ্রামের সিইও পাভেল দুরভ। টেলিগ্রামে নিজের ৫.৭ মিলিয়ন সাবক্রাইবারদের তিনি জানান, যাতে তাঁর সন্তানরা পরস্পরকে খুঁজে বের করতে পারে তাই নিজের DNA প্রকাশ্যে আনার চিন্তাভাবনা করছেন তিনি। কিন্তু কীভাবে এই কাণ্ড? পাভেল জানান, ফার্টিলিটির সমস্যার জন্য এক বন্ধু ও তার স্ত্রীর সন্তানের জন্ম হচ্ছিলো না। সেই সময় শুক্রাণু দান করেন পাভেল। এমনকি এরপর তিনি ক্লিনিকে গিয়েও শুক্রাণু দান করা শুরু করেন বহুবার।
- Related topics -
- অন্যান্য
- ভাইরাল
- টেলিগ্রাম
- সোশ্যাল মিডিয়া