আন্তর্জাতিক

Telegram's CEO । মারাত্মক অভিযোগে গ্রেফতার টেলিগ্রামের CEO! প্রতিক্রিয়ায় ফ্রান্সের সাথে ৮০টি যুদ্ধবিমান কেনার চুক্তি স্থগিত করলো UAE

Telegram's CEO । মারাত্মক অভিযোগে গ্রেফতার টেলিগ্রামের CEO! প্রতিক্রিয়ায় ফ্রান্সের সাথে ৮০টি যুদ্ধবিমান কেনার চুক্তি স্থগিত করলো UAE
Key Highlights

শনিবার প্যারিসের কাছে এক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় টেলিগ্রামের চিফ এগজেকিউটিভ পাভেল দুরোভকে।

শনিবার প্যারিসের কাছে এক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় টেলিগ্রামের চিফ এগজেকিউটিভ পাভেল দুরোভকে। সূত্রের খবর, টেলিগ্রাম মেসেজিং অ্যাপ সংক্রান্ত অপরাধের অভিযোগেই গ্রেফতার করা হয়েছে সংস্থার সিইও-কে। জালিয়াতি, মাদক পাচার, সাইবার বুলিং, শিশু পর্নোগ্রাফির মতো অপরাধমূলক কাজকর্মের আখড়া হয়ে উঠছিল টেলিগ্রাম অ্যাপ। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল পাভেল দুরভের বিরুদ্ধে। এদিকে টেলিগ্রামের সিইওর গ্রেফতারের প্রতিক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাত ৮০টি রাফালে যুদ্ধবিমান কেনার জন্য ফ্রান্সের সাথে তার চুক্তি স্থগিত করেছে বলে জানা গিয়েছে।