আন্তর্জাতিক

সংক্রমণের হার নিম্নমুখী হওয়ায় আগামী ১ জুলাই থেকে পুরোপুরি লকডাউন তুলে নিচ্ছে তেলাঙ্গানা সরকার

সংক্রমণের হার নিম্নমুখী হওয়ায় আগামী ১ জুলাই থেকে পুরোপুরি লকডাউন তুলে নিচ্ছে তেলাঙ্গানা সরকার
Key Highlights

করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে গত ৯ জুন থেকে কড়া বিধিনিষেধের পথে হেঁটেছিল কেসিআর সরকার। এই বিধিনিষেধ মানায় বর্তমানে সংক্রমণের হার প্রায় এক শতাংশের কাছে পৌঁছে গিয়েছে। তাই তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কার্যালয়ের তরফ থেকে শনিবার জানানো হয়েছে, রাজ্যের করোনা পরিস্থিতি বিবেচনা করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী ১ জুলাই থেকে রাজ্যের স্কুল, কলেজ-সহ যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে। অর্থাৎ সম্পূর্ণ লকডাউন তুলে নিতে চলেছে কেসিআর সরকার।